Root's Goods BD বিশ্ববিদ্যালয় পড়ুয়া অদম্য মেধাবী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অনলাইন মার্কেট প্লেস। এই প্লাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী শিক্ষার্থীরা তাদের এলাকার বিখ্যাত পন্য বিক্রি করে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের “নৈতিক ব্যবসা” শেখা এবং তার মাধ্যমে পড়াশুনার খরচ চালানোর উদ্দেশ্যে Root’s Goods BD প্ল্যাটফর্মটির সৃষ্টি ।
শিক্ষার্থীরা তার পন্যের বিবরণ এখানে সাজিয়ে রাখে এবং ক্রেতার চাহিদামত মূল উৎস হতে পন্য সংগ্রহ করে পাঠায়। ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে পন্য ও অর্থ লেনদেন হয়। পন্য ক্রয় করার পর ক্রেতা উক্ত পন্যের মান এবং সার্ভিস সম্পর্কে মূল্যায়ন নম্বর এবং মন্তব্য দিতে পারেন যা উক্ত পন্যের পাশে দেখান হয়।
Root's Goods BD প্লাটফর্মটি নৈতিক ব্যবসার মূল নীতি (নৈতিকতা ও সবচ্ছতা) রক্ষায় দ্রিঢ় প্রতিজ্ঞ। এই প্লাটফর্মের পরিচালক এবং বিক্রেতা সবাই Moral Parenting (www.moralparenting.org) এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী। ব্যবসায়িক লেনদেনে ট্রাস্টের সরাসরি কোন সংশ্লিষ্টতা না থাকলেও কোন মোরাল চাইল্ডের অসততার প্রমান পেলে ট্রাস্ট তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।
আসুন, দেশের বিভিন্ন এলাকার বিখ্যাত ও খাঁটি পন্য কেনার মাধ্যমে অদম্য মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসি!
ধন্যবাদ!